Wednesday, March 27, 2013

বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪২০ কৃষ্ণচূড়া, ঢাবি



বাংলা বর্ষবরণ অনুষ্ঠান - ১৪২০

রবীন্দ্রের
এসো হে বৈশাখ ! এস এস, তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
নজরুলের
ধবংস দেখে ভয় কেন তোর? প্রণয় নুতন সৃজন বেদন
আসছে নবীন জীবন হারা অসুন্দররে করতে ছেদন
আবারো ফিরে আসছে আমাদের মাঝে বাংলা সনের নতুন বছর
বাংলাদেশীর প্রাণের উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের সেতুবন্ধনের এই ক্ষনে গত বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বাংলা সংস্কৃতি চর্চার সংগঠন, কৃষ্ণচূড়া আয়োজন   করতে যাচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান । আর এ অনুষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করবে আপনার একান্ত উপস্থিতির ওপর । এ বিষয়ে বিস্তারিত তথ্য খুব শিগগিরি আপনাদের জানানো হবে . . . .

আয়োজনে: কৃষ্ণচূড়া, ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংসদ
স্থান: মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠানে থাকছে নাটক, নাচ, গান সহ আরো অনেক কিছু । কৃষ্ণচূড়ার যেসকল সদস্য নাচ ও গানে আগ্রহী তাদের ফাতেমা তুজ জোহরা ত্রপা এবং যারা নাটকে আগ্রহী তাদের তায়িব অনন্তের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.